★প্রথম দিন:——
সকাল ০৭:৩০ মিনিটে কমলাপুর, ঢাকা আন্তর্জাতিক বাস টার্মিনাল থেকে থেকে শ্যামলী এন আর ট্রাভেলস এর এসি বাসে সরাসরি কলকাতার উদ্দেশে রওনা হবেন এবং বিকাল ০৫:৩০ মিনিটে কলকাতা পৌঁছাবেন। সেখান থেকে সবার গন্তব্য হবে কলকাতা হোটেলে, হোটেলে ফ্রেশ হয়ে রেস্ট নিবেন ৷ হোটেল থেকে রাত ১০:০০ মিনিটে রিজার্ভ টেক্সি সবাইকে নিয়ে যাবে হাওড়া স্টেশন ৷ হাওড়া স্টেশন থেকে রাত ১১:৫৫ মিনিট হিমগিরি এক্সপ্রেস ট্রেন জাম্মু তায়ীর উদ্দেশে ছেড়ে যাবে ৷
★দ্বিতীয় দিন:——
ট্রেনে সারাদিন অলস সময় কাটবে ৷
★তৃতীয় দিন:——
ট্রেন বিকাল ০৩:০০ মিনিটে জাম্মু তায়ী স্টেশনে পৌছাবে ৷ স্টেশন থেকে রিজার্ভ গাড়ি আপনাদেরকে নিয়ে যাবে জাম্মু হোটেলে এবং জাম্মু হোটেলে রাত্রি যাপন ৷
★চতুর্থ দিন:——
⭕পহেলগাম⭕
সকালে ব্রেকফাষ্ট সেরে জাম্মু থেকে রওনা দিবেন পাহেলগামের উদ্দেশ্যে ৷ অসাধারন প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরা পাহাড়ি রাস্তা পারি দিতে দিতে কিভাবে পথ পেরিয়ে আসব মালুমই হবে না ৷ বিকালে পৌছাবেন পহেলগাম এবং পহেলগাম হোটেলে রাত্রি যাপন ৷
★পঞ্চম দিন:——
⭕পহেলগাম⭕
সকালে ব্রেকফাষ্ট সেরে একটা লোকাল ট্যাক্সি নিয়ে ( পহেলগাম এর সাইটসিনে বাইরের গাড়ি প্রবেশ নিষেধ ) চলে যাবো অমরনাথ যাত্রায় হাঁটা পথ যেখান থেকে শুরু হয় সেই চন্দনওয়াড়িতে ৷ বরফে ঢাকা চন্দনওয়াড়ী আপনার বেশ ভালো লাগবে ৷ সেখান থেকে দেখে আসুন বেতাব ভ্যালী ৷ সাজানো এই বেতাব সিনেমা খ্যাত পার্কে অদ্ভুত ভাবে লিডার নদীর এক অন্য রূপ দেখবেন ৷ তারপরই চলে যান আরু ভ্যালীতে ৷ যাত্রাপথ থেকে উপত্যাকার সৌন্দর্য্য সবটাই আপনার সারাজীবনের স্মৃতি হয়ে থাকবে ৷ ফিরে এসে বিকালে সেরে ফেলুন আপনার স্মৃতিতে রাখার মত কেনাকাটা ৷ কাশ্মীরি শাল থেকে স্টোল, ড্রাই ফ্রুট সহ নানা দোকান পাবেন পহেলগাম মেন মার্কেটে ৷নয়তো গিয়ে বসুন শহরের গাঁ ঘেসে বয়ে চলা লিডার নদীর তীরে ৷ সময় কি ভাবে কেটে যাবে বুঝতেও পারবেন না ৷ দুপুরের মধ্যে পহেলগাঁও তে পৌছে লাঞ্চ সেরে বিকাল বেলায় ঘোড়ার পিঠে চড়ে ( নিজেদের খরচে) আপনি ঘুরে আসতে পারেন ৷ লোকাল নাম, মিনি সুইজারল্যান্ড ৷ সারাদিন ঘুরে ফিরে আসবো শ্রীনগর হোটেলে এবং শ্রীনগর হোটেলে রাত্রি যাপন ৷
★ষষ্ঠ দিন:——
⭕সোনমার্গ⭕
সকালে ব্রেকফাষ্ট সেড়ে শ্রীনগর থেকে রিজার্ভ গাড়ি আপনাদেরকে নিয়ে যাবে সোনমার্গের (গোল্ডেন মেডো) উদ্দেশ্যে ৷ সোনামার্গ সিন্ধু উপত্যকায় অবস্থিত যা ফুলের স্রোত এবং পাহাড় দ্বারা বেষ্টিত। সোনামার্গ হিমালয় হ্রদের উচ্চ উচ্চতায় কিছু আকর্ষণীয় ট্রেকের ভিত্তিও। কাশ্মীরে পৌছে এই প্রথম বরফ দেখবেন আপনারা ৷ ঘোড়ার পিঠে চড়ে ( নিজেদের খরচে) আপনি ঘুরে আসতে পারেন থাজিওয়াস হিমবাহ এবং বরফের উপর স্লেজ চড়ার (সরাসরি অর্থ প্রদানে) উপভোগ করুন। সারাদিন ঘুরে ফিরে আসবেন শ্রীনগর হোটেলে এবং শ্রীনগর হোটেলে রাত্রি যাপন ৷
★সপ্তম দিন:——
⭕শ্রীনগর⭕
লোকাল সাইট সিন—
সকালে ব্রেকফাষ্ট সেড়ে রিজার্ভ গাড়ি আপনাদেরকে নিয়ে বেরিয়ে পারবে সারাদিন শ্রীনগরে লোকাল সাইটসিনের জন্য ৷ মুঘল গার্ডেন যেমন নিশাত বাগ, চেশাম শাহী, শালিমার বাগ, ডাল লেকের তীরে অবস্থিত বিখ্যাত হজরতবাল মন্দির, শঙ্করাচার্য মন্দির ইত্যাদি পরিদর্শন করবেন। বিকালে ১ ঘন্টা ডাললেকে শিকারাতে ঘুরে দেখে নেবো চারচিনার, মীনাবাজার সহ আরও অনেক কিছু ৷ রাতে————
⭐⭐( হাউজ বোটে রাত্রি যাপন )⭐⭐
★অষ্টম দিন:——
⭕গুলমার্গ⭕
সকালে ব্রেকফাষ্ট সেরে শ্রীনগর থেকে রিজার্ভ গাড়ি আপনাদেরকে নিয়ে যাবে গুলমার্গের উদ্দেশ্যে ৷ পথে পার হয়ে যাবে একের পর এক পেরিয়ে আসবো আখরোট, আপেল, কেশর এর বাগান পাহাড়ি পথের নৈস্বর্গিক সৌন্দর্য্যের সাথে উপত্যাকা জুড়ে লাল চিনার গাছের পাতা আপনাকে অন্য জগতে নিয়ে যাবে ৷ মন্দির, স্কী পয়েন্ট, গল্ফ কোর্স দেখতে দেখতে আপনার সারা বেলা কেটে যাবে ৷ আপনি চাইলেই টিকিট কেটে চেপে পড়তে পারেন গন্ডোলায় (উচ্চতম কেবলকার) ৷ প্রায় ৪০মিনিট ধরে মিডিল স্টেশন পার করে যখন আপার স্টেশনে পৌছবেন তখন মনে হবে পৃথিবীর সব জায়গাই আপনার থেকে নীচে ! বরফে ঢাকা পাহাড় চূড়াতেও আপনি স্কী করতে পারবেন, স্লেজ গাড়িতে চাপতে পারবেন ৷ সারাদিন ঘুরে ফিরে আসবেন শ্রীনগর হোটেলে এবং শ্রীনগর হোটেলে রাত্রি যাপন ৷
★নবম দিন:——
সকালের ব্রেকফাষ্ট সেরে রিজার্ভ গাড়ি আপনাদেরকে পৌছে দিবে শ্রীনগর বিমানবন্দর ৷ শ্রীনগর বিমানবন্দর থেকে সকাল ০৭:৫০ মিনিটে বিমান দিল্লির উদ্দেশে ছেড়ে যাবে এবং বিকাল ০৪:০০ মিনিটে ঢাকা বিমানবন্দর পৌঁছাবে ৷
Kashmir Hotel Name:
1. Royal Plaza, Hotel / Naqash Residency Hotel/ Similar
2. Abser Hotel / Similar .
3. Kashmiri Houseboat.
4. Hotel Emporio DX / The Sun Shine, Hotel Delhi / Similar
London is a megalopolis of people, ideas and frenetic energy. The capital and largest city of the United Kingdom.
WhatsApp us