★প্রথম দিন:-
রাত ১০.১৫ মিনিটে কমলাপুর, ঢাকা আন্তর্জাতিক বাস টার্মিনাল থেকে শ্যামলী এন আর ট্রাভেলস এর এসি বাসে সরাসরি কলকাতার উদ্দেশে রওনা হবো।
★দ্বিতীয় দিন:-
সকাল ১১.০০ মিনিটে কলকাতা পৌছাবে। সেখান থেকে গন্তব্য হবে হাওড়া স্টেশন । বিকাল ০৪.৫০ মিনিটে হাওড়া স্টেশন থেকে রাজধানী এক্সপ্রেস ট্রেন দিল্লির ঊদ্দেশে ছেড়ে যাবে।
★তৃতীয় দিন:-
সকালে ১১.০০ মিনিটে ট্রেন দিল্লি স্টেশনে পৌছাবে এবং গন্তব্য হবে দিল্লি হোটেল । এবং দিল্লী হোটেলে রাত্রি যাপন ৷
★চতুর্থ দিন:-
ব্রেকফাষ্ট সেরে সকাল ০৭.০০ মিনিটে একটা রিজার্ভ টেক্সি আপনাদেরকে নিয়ে দিল্লির বিভিন্ন দর্শনীয় স্থান ( দিল্লী গেট, পার্লামেন্ট হাউস, কুতুব মিনার, রাজঘাট, রেড ফোর্ট, দিল্লী জামে মসজিদ ) এবং বিভিন্ন মার্কেট ঘুরে দেখাবে ৷ এবং সন্ধ্যার সময় হোটেলে নিয়ে আসবে এবং দিল্লী হোটেলে রাত্রি যাপন ৷
★পঞ্চম দিন:-
ব্রেকফাষ্ট সেরে সকাল ০৭.০০ মিনিটে রিজার্ভ টেক্সি আপনাদেরকে আগ্রা নিয়ে যাবে ৷ আগ্রার তাজমহল, আগ্রা ফোর্ট , নাম না জানা আরো দর্শনীয় স্থান এবং বিভিন্ন মন্দির ঘুরিয়ে রাত ০৮:০০ মিনিটে দিল্লী হোটেলে পৌঁছিয়ে দিবে এবং দিল্লী হোটেলে রাত্রি যাপন ৷
★ ষষ্ঠ দিন:-
বিকাল ০৪.৫০ মিনিটে নিউ দিল্লি স্টেশন থেকে রাজধানী এক্সপ্রেস ট্রেন কলকাতার ঊদ্দেশে ছেড়ে যাবে।
★সপ্তম দিন:-
ট্রেন সকাল ১১:০০ মিনিটে কলকাতা স্টেশন পৌঁছাবে ৷ কলকাতা স্টেশন থেকে সবার গন্তব্য হবে কলকাতা হোটেলে এবং কলকাতা হোটেলে রাত্রি যাপন ৷
★অষ্টম দিন:-
সকাল ৫:৩০ মিনিটে নিউমার্কেট, কলকাতা থেকে থেকে শ্যামলী এন আর ট্রাভেলস এর বিজনেস ক্লাস এসি বাসে সরাসরি ঢাকার উদ্দেশে রওনা হবো ৷ এবং বিকাল ৪:০০ মিনিটে ঢাকা পৌছাবো ৷
London is a megalopolis of people, ideas and frenetic energy. The capital and largest city of the United Kingdom.
WhatsApp us